• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ভারতে রেজওয়ানা চৌধুরী বন্যাকে বয়কটের ডাক, যা বললো প্রশাসন 

     dailybangla 
    05th Dec 2024 10:57 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের হুমকি দিয়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী একটি সংস্থা। বাংলাদেশী রোগী ও পর্যটকদের বয়কটের পর তারা এ ঘোষণা দিল।

    আগামী ২৮ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি ২০২৫ পর্যন্ত পশ্চিমবঙ্গের কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া মধ্যমগ্রাম পৌরসভার ১৯তম পরিবেশ মেলা অনুষ্ঠিত হবে। সেই মেলার উদ্বোধনের দিন সন্ধ্যায় সাংস্কৃতি মঞ্চে সঙ্গীত পরিবেশন করার কথা বন্যার।

    ২০২৪ সালে আন্তর্জাতিক শিল্পী হিসেবে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক শিল্পী সম্মান, পদ্মশ্রী পুরস্কার পান রেজওয়ানা চৌধুরী বন্যা।

    রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত অনুরাগীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তাই মধ্যমগ্রাম পৌরসভা বন্যাকে আমন্ত্রণ জানায়, পৌরসভার ১৯তম পরিবেশ মেলাতে। তবে হিন্দুত্ববাদীদের এই হুমকিকে প্রশ্রয় দিচ্ছে না বলেই দাবি পশ্চিমবঙ্গ প্রশাসনের।

    মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রশাসক অরবিন্দ মিত্রের দাবি, শিল্পীর কোনো দেশ জাতি ধর্ম হয় না। যে কোনো হুমকি প্রতিরোধে তারা প্রস্তুত।

    তিনি জানান, পশ্চিমবঙ্গ প্রশাসন রেজওয়ানা চৌধুরী বন্যাকে অনুষ্ঠান সম্পন্ন করতে সমস্ত নিরাপত্তা দেবে। পাশাপাশি হিন্দুত্ববাদীদের তীব্র নিন্দা করে জানান, এরা সংস্কৃতি জগতের এবং বাঙালি সমাজের কলঙ্ক।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031