‘ভারমুক্ত’ তারেক রহমান: গণতন্ত্র পুনরুদ্ধারের কান্ডারিকে অভিনন্দন জানালেন দিপু ভূইয়া
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া।
শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে গঠনতন্ত্র অনুযায়ী সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর শূন্য হওয়া শীর্ষ এই পদে তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে দলটির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন।
শুভেচ্ছা বার্তায় দিপু ভূইয়া বলেন, “ভারপ্রাপ্তের ভারমুক্ত হয়ে তারেক রহমান আজ দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এটি কেবল একটি পদবি পরিবর্তন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামে এক নতুন প্রেরণার সূচনা।”
তিনি আরও বলেন,
“দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলা করে তারেক রহমান আজ দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তির মূল কান্ডারিতে পরিণত হয়েছেন। তৃণমূল থেকে দলের সর্বোচ্চ নেতৃত্বে তার উত্তরণ প্রমাণ করে—তিনি কোনো সুবিধাবাদী নেতা নন, বরং দেশের মাটি ও মানুষের প্রতি যার অবিচল আস্থা রয়েছে।”
দিপু ভূইয়া বলেন, “তারুণ্য, দূরদর্শিতা এবং তৃণমূলের প্রতি গভীর মমত্ববোধ—এই তিনের সমন্বয়ে গঠিত তারেক রহমানের নেতৃত্ব বিএনপিকে সঠিক পথে এগিয়ে নেবে। গণতন্ত্র, ভোটাধিকার এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ।”
বিআলো/তুরাগ



