ভালোবাসো মন খুলে
dailybangla
11th Dec 2024 3:41 pm | অনলাইন সংস্করণ
আলম শামস
বৈশাখী ঝড়ে উড়ে গেছে ঘরের চাল
বর্ষার বৃষ্টিতে ডুবে গেছে বাড়ি
ভাদ্রের বন্যায় ভেসে গেছে হাঁড়ি।
তুমি শুধু একা।
ভয় শংকায় হারিয়ে গেছে ভাষা
জীবন সংগ্রামের নেই কোন আশা।
জীবনে একবার বলেছিলে ভালোবাসি।
সেই ভালোবাসা হাঁটি হাঁটি পা পা করে
আজ রক্তে মাংসে পরিপূর্ণ যুবক।
সেই যুবকের হাতে হাত ধরে
চোখে চোখ রেখে এগিয়ে যাও আগামীর পথে।
স্বপ্নের সোনালি জীবন রাঙাতে
সব হারানোর শোক এখন শক্তিতে পরিণত করে
ভালোবাসাকে আলিঙ্গন জানাও।
জড়তা জীর্ণতা হতাশা ভুলে
ভালোবাসো মন খুলে।