• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভালো কাজ দিয়ে দর্শকের মন জয় করতে চান মডেল ও অভিনেত্রী অন্তরা ইসলাম 

     dailybangla 
    21st Jul 2025 7:12 pm  |  অনলাইন সংস্করণ

    ফিচার প্রতিবেদন

    ভালো গল্প, ভালো চরিত্র আর বাছাই করা কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে চান উঠতি মডেল ও অভিনেত্রী অন্তরা ইসলাম। চার বছরের মিডিয়া ক্যারিয়ারে তিনি কাজ করেছেন শতাধিক নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও ও কিচ্ছায়। চুয়াডাঙ্গার এই তরুণী এখন সোশ্যাল মিডিয়ায় যেমন পরিচিত মুখ, তেমনি ইলেকট্রনিক মিডিয়াতেও পেয়েছেন পরিচিতি।

    সম্প্রতি দৈনিক বাংলাদেশের আলো-র চাঁদপুর প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সঙ্গে আলাপকালে অন্তরা ইসলাম নিজের পথচলা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত অনুভব নিয়ে কথা বলেন।

    অভিনয়ের শুরুটা কীভাবে?

    অন্তরা জানান, “২০২২ সালে করোনা মহামারির সময় কলেজ বন্ধ থাকায় অবসরটা কাজে লাগিয়ে নিজের ইউটিউব চ্যানেল খুলি। নিজেই প্রোডিউস করে মিউজিক ভিডিও ও নাটক বানিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়। এরপর ২০২৩ সালের জানুয়ারিতে কিছু প্রযোজক-পরিচালকের মাধ্যমে শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে কাজের সুযোগ আসে।”

    সোশ্যাল মিডিয়াতেও পরিচিতি পান কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় হাসানের সঙ্গে কাপল ব্লগিংয়ের মাধ্যমে। সে সময় ফেসবুক পেজে টানা ৭ মাস নিয়মিত ভিডিও প্রকাশ করে নজর কাড়েন।

    বর্তমানে কী কাজ করছেন?

    তিনি বলেন, “এখন হাতে তিন-চারটি নাটকের কথা চলছে। সিঙ্গেল নাটক ও মিউজিক ভিডিওর কাজ করছি নিয়মিত। পাশাপাশি ফটোশুটের ব্যস্ততাও রয়েছে।”

    বড় পর্দার আগ্রহ

    বড় পর্দায় কাজের আগ্রহের কথা জানিয়ে অন্তরা বলেন, “ছোটবেলা থেকেই সিনেমায় অভিনয়ের স্বপ্ন দেখি। যদি মৌলিক গল্পের প্রস্তাব পাই এবং পরিচালক ভালো হয়, তাহলে অবশ্যই বড়পর্দায় কাজ করতে চাই।”

    নতুনদের ভিড়ে নিজেকে কীভাবে গড়ছেন?

    অন্তরা বলেন, “সবাই কাজ করে, কিন্তু আমি এমন কাজ করতে চাই যা দর্শকের মনে গেঁথে থাকবে। তাই বেছে বেছে কাজ করছি। চরিত্র ও গল্প নির্বাচনে সচেতনতা রাখছি।”

    পারিবারিক সাপোর্ট

    শুরুর দিকে মা সহযোগিতা না করলেও এখন পরিবার পাশে রয়েছে বলে জানান তিনি। “আমার মা সবসময় বলেন, যেন সামাজিক সীমারেখা মেনে চলি। শর্ট বা টাইট ফিটিং পোশাক এড়িয়ে চলি—আমি সেটাই মেনে চলার চেষ্টা করি,” বলেন অন্তরা। তার বাবা একজন ব্যবসায়ী এবং পরিবারে ৩ বোন, ২ ভাই।

    উল্লেখযোগ্য কাজ

    নাটক: কোটিপতি শ্বাশুরীর গরিব জামাই, মায়ের লাশ, মা আমার মদিনা, শালী আমার সুন্দরী, কবিরাজ বউ, বউ ফেরত, গরিবের বউ অন্তরা, পানিচোর, প্রভৃতি।

    টেলিফিল্ম: কপালে লেখা নেই, অসমাপ্ত ভালোবাসা।
    মিউজিক ভিডিও: তুমি সেই প্রিয়জন, পর হয়েছো তুমি, সুখে থাকিস বিন্দিয়া, কান পেতে শোনো গো মন প্রভৃতি।

    ভবিষ্যতের লক্ষ্য

    “প্রথমে একজন ভালো মানুষ, তারপর ভালো অভিনেত্রী হতে চাই। আমি চাই অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করতে। তাদের ভালোবাসা পাওয়ার জন্যই পরিশ্রম করে যাচ্ছি,” বলেন অন্তরা ইসলাম।

    দর্শকদের উদ্দেশ্যে বার্তা

    “সহজে পাওয়া জিনিসের মূল্য থাকে না। তাই নিজের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। আমি মনে করি, ধীরে ধীরে সবাই আমাকে চিনবে, জানবে, ভালোবাসবে। কারণ আমার নামের পেছনে ‘জয়’ আছে—এই বিশ্বাস নিয়েই পথ চলছি।”

    সংবাদদাতা: সাইদ হোসেন অপু চৌধুরী
    চাঁদপুর প্রতিনিধি

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031