ভাষণ দিলেন না কমলা হতাশায় সমাবেশ স্থল ছাড়লেন সমর্থকরা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সর্বশেষ আলাস্কা এবং হাওয়াই অঙ্গরাজ্যে ভোট শেষ হওয়ার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি রাজ্যের ফল ঘোষণা হয়ে গেছে।
এতে হোয়াইট হাউস, সিনেট এবং প্রতিনিধি পরিষদ-সব জায়গাতেই এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এতে অনেকটা হতাশ তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। যে কারণে সমর্থকদের উদ্দেশে আজ রাতের পূর্বনির্ধারিত ভাষণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কমলার প্রচার শিবিরের একজন সিনিয়র সদস্য এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
তিনি বলেন, ‘আজ রাতে কমলা হ্যারিস ভাষণ দেবেন না। ’ এই ঘোষণার ঠিক আগ মুহূর্তে সাতটি সুইং স্টেটের মধ্যে পাঁচটিতে ট্রাম্প এগিয়ে থাকার খবর আসে। এদিকে কমলার বক্তব্য প্রত্যাহারের ঘোষণা পর পর ডেমোক্রেটিক দলের সমর্থকরা কমলার কার্যালয়ের সামনে থেকে সরে যেতে শুরু করেন। সাত সুইং স্টেটের মধ্যে দ্বিতীয়টিতেও ডোনাল্ড ট্রাম্প জিতেছেন বলে খবর পাওয়া গেছে।
মসিএনএন বলছে, দ্বিতীয় রাজ্য জর্জিয়াতে জিতেছেন ট্রাম্প। এ অঙ্গরাজ্য ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি। এর আগে নর্থ ক্যারোলাইনাতে জিতেছিলেন রিপাবলিকান প্রার্থী। সাত সুইং স্টেটগুলো হলো – জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিন।
আলজাজিরা বলেছে, এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১টা পর্যন্ত) ট্রাম্প পেয়েছেন ২৪৮ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস।
বিআলো/শিলি