ভিসা জটিলতায় ভারতে যেতে পারছেন না পরীমণি
dailybangla
15th Sep 2024 8:10 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না চিত্রনায়িকা পরীমণি। এদিকে আটকে গেছে টালিউডে তার প্রথম সিনেমা ‘ফেলুবকশি’র শুটিং। পাঁচ মাস আগে কলকাতায় গিয়ে সিনেমাটির শুটিং শুরু করলেও এখন শেষ করা নিয়ে জটিলতায় পড়ে গেছেন তিনি।
এ বিষয়ে চিত্রনায়িকা বলেন, আমার আগের ভিসার মেয়াদ শেষ। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না। কলকাতায় এটা আমার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।
‘ফেলুবকশি’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এ ছাড়া সিনেমায় আরও রয়েছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এ সিনেমাটি নির্মাণ করছেন দেবরাজ সিনহা।
বিআলো/শিলি