ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক
নিজস্ব প্রতিবেদক: আজ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পৃথক বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেছেন।
সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী শেরিং টোবগে রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী শেরিং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও তিনি আলোচনা করেন।
গতকাল (২২ নভেম্বর) সকালে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি ঢাকায় পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর থেকে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
ভুটানের প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার ঢাকা ত্যাগ করবেন।
বিআলো/শিলি



