ভুয়া বিজ্ঞাপনেই মেটার আয় ১৬ বিলিয়ন ডলার!
dailybangla
11th Nov 2025 6:06 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মসের বার্ষিক আয়ের বড় অংশই আসছে ভুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে- এমন তথ্য দিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে মেটার মোট আয়ের প্রায় ১০ শতাংশ; অর্থাৎ প্রায় ১৬ বিলিয়ন ডলার এসেছে এসব বিভ্রান্তিকর বিজ্ঞাপন থেকে।
অভ্যন্তরীণ নথি বলছে, অবৈধ জুয়া, ভুয়া বিনিয়োগ ও নিষিদ্ধ ওষুধের বিজ্ঞাপন রোধে মেটা কার্যকর ব্যবস্থা নেয়নি। কোম্পানি তখনই অ্যাকাউন্ট বন্ধ করে, যখন ৯৫% নিশ্চিত হয় যে বিজ্ঞাপনটি প্রতারণামূলক।
মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন দাবি করেছেন, গত ১৮ মাসে ভুয়া বিজ্ঞাপন সম্পর্কিত অভিযোগ ৫৮% কমেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, “রাজস্ব নয়- ব্যবহারকারীর নিরাপত্তাই হওয়া উচিত মেটার প্রধান অগ্রাধিকার।”
বিআলো/শিলি



