ভূমিকম্পের সকাল: শোবিজ তারকারা শেয়ার করলেন আতঙ্কের মুহূর্ত
বিনোদন ডেস্ক: শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীকে কেন্দ্র করে মধ্যম মাত্রার ভূমিকম্প অনুভূত হয় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। আতঙ্কে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ অনুভূতি, যার প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। জনপ্রিয় তারকারা সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক এবং সতর্কতার বার্তা দিয়েছেন।
ভূমিকম্পের পরপরই সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব তার ভবনের ভাঙা দেয়ালের ছবি ফেসবুকে শেয়ার করেছেন।
অভিনেত্রী সাদিয়া আয়মান প্রার্থনার মাধ্যমে নিজের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেছেন।
অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, “ভয়ংকর অভিজ্ঞতা, সবাই নিরাপদে থাকুন।”
অন্যদিকে, চিত্রনায়িকা পরীমণি লেখেন, ‘জীবন অনিশ্চিত জেনেও জীবনের ছুটে চলা।’
আর অভিনেত্রী সামিরা খান মাহি পোস্ট করেছেন সিসিটিভি ভিডিও, যেখানে দেখা যায় ভূমিকম্পের আগে তার বিড়ালগুলো অস্থির হয়ে উঠেছে।
শোবিজ তারকারা সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
রাশেদ মামুন অপু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, “ছেলেমেয়েরা নিরাপদে আছে কিনা তা দেখার জন্য স্কুল পর্যন্ত ছুটতে হয়েছে।”
সাবরিনা পড়শী সতর্ক করে জানিয়েছেন, বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকিপূর্ণতা নিরিখে আমাদের প্রস্তুতি কতটা যথেষ্ট তা পুনর্বিবেচনা করা প্রয়োজন।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের রিখটার স্কেল ছিল ৫.৭, এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) অনুযায়ী তীব্রতা ৫.৫।
বিআলো/শিলি



