ভেঙে গেল নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ছয় সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। দেশটির মধ্যপন্থী বিরোধী নেতা বেনি গ্যানৎয এবং তার মিত্র গাদি আইজেনকোটের পদত্যাগের মাত্র এক সপ্তাহ পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
গত রোববার সন্ধ্যায় ইসরায়েলি এই নেতা রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন এবং তারপর গতকাল (সোমবার) তিনি এ ঘোষণা দেন।
ইসরায়েলের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, গাজায় হামাসের সাথে যুদ্ধের স্পর্শকাতর বিষয়গুলোতে এখন ছোট একটি ফোরামেই আলোচনা করা হবে।
নেতানিয়াহুর অতি ডানপন্থী জোটের অংশীদারগণ নতুন যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের চাপ দিচ্ছেন। যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের সাথে সম্পর্ককে আরও নাজুক করে তুলতে পারে।
ইসরায়েলে নিরাপত্তা বাহিনী বা আইডিএফ-র একজন মুখপাত্র বলেছেন, এটা কিছুটা উদ্বেগের হলেও চেইন অব কমান্ডকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না।
এদিকে গাজা যুদ্ধ পরবর্তী সংঘাত নিয়ে সঠিক পরিকল্পনা না নেওয়ার অভিযোগে বেনি গ্যানৎয এবং মি. আইজেনকোট প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে অসন্তোষ জানিয়ে পদত্যাগ করেন।
বিআলো/শিলি