ভেনেজুয়েলা নিয়ে উত্তেজনা, স্থল অভিযানের ঘোষণা ট্রাম্পের
আর্ন্তজাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় শিগগিরই স্থল অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মাদকবিরোধী অভিযানকে আরও বিস্তৃত করার অংশ হিসেবে তিনি বলেছেন, শুধু সমুদ্রপথ নয়- কারাকাসের যেকোনো স্থানে ‘মাদক সন্ত্রাসীদের’ লক্ষ্য করা হবে।
ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সন্দেহভাজন নৌকায় দ্বিতীয় দফার ‘ডাবল-ট্যাপ’ হামলার অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক চলছে। তবে ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয় দফার হামলা সম্পর্কে তিনি কিছুই জানতেন না।
রয়টার্স জানিয়েছে, সম্প্রতি ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এক সপ্তাহের আল্টিমেটাম দেন- পদত্যাগ করে দেশ ত্যাগ না করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে। মাদুরো সম্পূর্ণ দায়মুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ একাধিক দাবি তুলেছিলেন বলে জানা গেছে।
আল্টিমেটাম শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করে এবং উত্তেজনা আরও বাড়ে। সূত্র: রয়টার্স
বিআলো/শিলি



