ভোটকেন্দ্রে সব বাহিনী মোতায়েন থাকবে: সিইসি
dailybangla
25th Jan 2026 3:01 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন কমিশন একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে।
সিইসি বলেন, নির্বাচনে সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। কূটনীতিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হলেও তারা কোনো পরামর্শ দেননি বলে জানান তিনি।
নাসির উদ্দিন আরও বলেন, কমিশনের প্রস্তুতি ও স্বচ্ছতা দেখে কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
বিআলো/শিলি



