ভোটাধিকার নিয়ে সচেতনতা বাড়াতে কাপ্তাইয়ে উঠান বৈঠক
আবদুল হাই খোকন: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভোটার উদ্বুদ্ধকরণমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের চিৎমরম উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল। তিনি বলেন, ভোট একটি মৌলিক সাংবিধানিক অধিকার। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন।
বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে তরুণ ও নারী ভোটারদের ভোটদানে আগ্রহী করে তোলা জরুরি। বিশেষ করে প্রথমবারের ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সঠিক ধারণা তৈরি করতে এ ধরনের উঠান বৈঠক কার্যকর ভূমিকা রাখে।
উঠান বৈঠকে উপস্থিত সাধারণ মানুষকে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনে নিরাপত্তা, ভোটকেন্দ্রের পরিবেশ এবং ভোট প্রদানের স্বচ্ছতা সম্পর্কে আশ্বস্ত করা হয়। এতে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
উঠান বৈঠক শেষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ৩০০ জন শীতার্ত মানুষের প্রত্যেককে একটি করে কম্বল প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক স্থানীয় নারী-পুরুষ ও তরুণ ভোটারের উপস্থিতি ছিল।
বিআলো/ইমরান



