ভোটাধিকার প্রচারে আজ উদ্বোধন ‘ভোটের গাড়ি’
dailybangla
22nd Dec 2025 1:15 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধ করতে আজ থেকে শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’ কর্মসূচি।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তথ্য বিবরণীতে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এই কর্মসূচির মাধ্যমে ভোটারদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা ও নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বিআলো/শিলি



