ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক ও জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সতেরো বছরের প্রবাস ও রাজনৈতিক নির্বাসন শেষে দেশে ফিরে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে তারেক রহমানের নিবন্ধন সম্পন্ন হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা ও বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য দিয়ে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হওয়ার কথা। একই দিনে তার মেয়ে জাইমা রহমানও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন।
২০০৮ সালে দেশে প্রথমবার ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হলেও সে সময় চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করায় তারেক রহমান ভোটার হতে পারেননি। পরবর্তী দীর্ঘ রাজনৈতিক বাস্তবতায় দেশে ফিরতে না পারায় তার নাম ভোটার তালিকায় ওঠেনি। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে ফিরে নাগরিক অধিকার হিসেবে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তিনি।
প্রায় দেড় যুগ পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় লাখো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয়। দেশে ফেরার পরদিন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
বিআলো/শিলি



