ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন তুললেন নুরুল হক নুর
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত না হলে দেশে অবাধ ও সুষ্ঠু ভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার সকালে পটুয়াখালীর গলাচিপা বিএনপি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় আছে। প্রশাসন যদি কোনো একটি পক্ষের হয়ে কাজ করে, তাহলে নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না।
নুর বলেন, তারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে চান। তবে মাঠপর্যায়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বাস্তব পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব পালন না করলে নির্বাচন ঘিরে শঙ্কা থেকেই যাবে।
তিনি অভিযোগ করেন, জনসংযোগে গেলে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার ওসি ও পুলিশ সুপারকে জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছায়।
এ সময় তিনি আরও দাবি করেন, যাচাই ছাড়াই কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালানো হয়েছে।
নুরুল হক নুর বলেন, নির্বাচনের আগে এমন পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। তিনি অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে।
পটুয়াখালী-৩ আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে নুরুল হক নুরকে সমর্থন দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বহিষ্কার করা হয়েছে।
বিআলো/শিলি



