ভোটে সিদ্ধান্ত নিতে হবে সচেতনভাবে: রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই দিনে সংসদ নির্বাচন ও গণভোট- দুটি ক্ষেত্রেই ভোট দিতে হবে, যার প্রতিটি দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।
রোববার গুলশান-২-এর নগর ভবনে আয়োজিত ‘নাগরিক পদক’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংসদ নির্বাচনে যাকে ভোট দেবেন, সেটি যেন চিন্তা করে দেওয়া হয়, যাতে পরে আফসোস করতে না হয়। একই সঙ্গে গণভোটকে তিনি বাংলাদেশের জন্য একটি বড় সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, দেশবাসী যদি সত্যিকার অর্থে সংস্কার চায়, তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই হবে তার প্রতিফলন। এই সুযোগ অবহেলায় হারালে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার সম্ভাবনা বহু বছর পিছিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি। সরকারের দেওয়া তথ্য পর্যালোচনা করেই সংস্কারের পক্ষে মতামত জানানোর আহ্বান জানান উপদেষ্টা।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তরুণ সমাজ যে ভূমিকা রেখেছে, তাতে শুধু সন্তুষ্ট হয়ে বসে থাকলে চলবে না। অতীতের আন্দোলনের অর্জন যেন বৃথা না যায়, সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, ভয়কে জয় করতেই হবে। বাংলাদেশের মানুষ আগেও বারবার ভয় জয় করেছে। তরুণদের আত্মত্যাগের প্রতিফলন ১২ ফেব্রুয়ারির ভোটে তুলে ধরার সময় এসেছে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশন নাগরিক দায়িত্ববোধ ও নগর উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান করে।
বিআলো/শিলি



