• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট 

     dailybangla 
    28th Aug 2024 11:44 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের দড়িকান্দি এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

    বুধবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ সেতু এলাকায় গিয়ে এমন চিত্র দেখা করা যায়। সকাল সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট কমেনি।

    রাত থেকে টানা বৃষ্টি / চাঁদপুর-নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবনতি, এখনও পানিবন্দি ২০ লাখ মানুষ একজন চাকরিীজীবী বলেন, সকাল থেকে তীব্র যানজট। দীর্ঘ সময় ধরে বাসে বসে আছি। হয়তো আর কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর বাড়ি ফিরে যাব।

    নারী এক গার্মেন্টস কর্মী বলেন, পুরো রাস্তা আটকে আছে। যানজটের কারণে ভেঙে ভেঙে কারখানায় যেতে হচ্ছে। এতে খরচ বেশি হচ্ছে। আমরা গরীব মানুষ। হিসেবের থেকে বেশি খরচ করলে ঝামেলায় পড়তে হয়।

    এক বাসচালক বলেন, সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগে গেছে। রাস্তায় জ্যাম এতোই যে শিমরাইল মোড়ে এসে বাস আর সামনে আগানোর মতো অবস্থা নেই। যাত্রীরাও বিরক্ত হয়ে বাস থেকে নেমে যাচ্ছে। বাকি পথ পার হতে আর কতো ঘণ্টা লাগে কি জানি।

    কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই আবু নাইম বলেন, যানজট বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে। তবে কী কারণে যানজট সৃষ্টি হয়েছে তা আমার জানা নেই। যানজট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031