• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাট বন্ধে সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ তরী বাংলাদেশের 

     dailybangla 
    14th Aug 2025 8:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তরী বাংলাদেশের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক গোলাম কিবরিয়ার পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডাক ও ই-মেইলের মাধ্যমে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, সিলেটের জেলা প্রশাসক এবং কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করে এ নোটিশ পাঠানো হয়।

    তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ জানান, ভোলাগঞ্জে সাদা পাথর লুটে বিরাট একটি সর্বদলীয় চক্র জড়িত। প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা ছাড়া এ ধরনের ব্যাপক লুটপাট সম্ভব নয়। পাথর উত্তোলনের পক্ষে কিছু রাজনৈতিক ব্যক্তির নির্লজ্জ মন্তব্য এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হতাশাজনক বক্তব্যেরও নিন্দা জানান তিনি।

    নোটিশে বলা হয়, ভোলাগঞ্জের সাদা পাথরের ভাণ্ডার দেশের প্রাকৃতিক ঐতিহ্য ও পরিবেশগত ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা অবৈধ খনন, উত্তোলন ও পরিবহন কার্যক্রমের ফলে মারাত্মক হুমকির মুখে। স্থানীয় রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতায় এবং নিরাপত্তা বাহিনীর সহায়তায় পাথর লুটপাট চলছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে নদী, পাহাড় ও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হচ্ছে এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা বিপন্ন হচ্ছে।

    নোটিশে সিলেটে সাদা পাথরের সব অবৈধ উত্তোলন অবিলম্বে বন্ধ, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের দাবি জানানো হয়েছে।

    তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট দায়েরসহ অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে। ব্যারিস্টার সোলায়মান তুষার আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, অবশিষ্ট সাদা পাথর রক্ষা করবে এবং লুট হওয়া পাথর উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031