ভোলায় কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না রোগীরা
নিজস্ব প্রতিবেদক: ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের নজির মেম্বার বাড়ী কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না রোগীরা। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নুসরাত জাহানের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, এই ক্লিনিকে সিএইচসিপি হিসেবে আছেন নুসরাত জাহান, এইচএ পদে গনেশ চন্দ্র সুতার এবং এফডব্লিউএ পদে সুরাইয়া খাতুন। নিয়ম অনুযায়ী সিএইচসিপিকে সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লিনিকে অবস্থান করে রোগীদের সেবা দেওয়ার কথা। প্রায় ৬ হাজার মানুষের স্বাস্থ্যসেবা এই ক্লিনিকের ওপর নির্ভরশীল।
অভিযোগ রয়েছে—নুসরাত জাহান ক্লিনিকে যোগদানের পর থেকে নিয়মিত দায়িত্ব পালন করছেন না। অনেক রোগী সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। আবার কেউ ফোন করলে তিনি কোনোভাবে এসে দ্রুত সেবা দিয়ে চলে যান বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দা তবারক উল্যাহ বলেন, “আমার বুঝ হওয়ার পর থেকেই দেখি ক্লিনিকটা সপ্তাহে ২/১ দিন খোলে। রোগীরা ফোন দিলে নুসরাত আসে, ফোন না দিলে আসে না।”
একই এলাকার মোসলেউদ্দিন জানান, “নুসরাত জাহান মাঝে মাঝে আসে, তাও লোক না থাকলে ঘুরে চলে যায়। প্রতিদিন তাকে দেখা যায় না।”
অভিযোগের বিষয়ে নুসরাত জাহান বলেন, “আমি নিয়মিত আসি। তবে আমার বাচ্চার বয়স মাত্র তিন মাস, তাই আসতে একটু দেরি হয়। অন্যদিকে এইচএ ও এফডব্লিউএ যারা আছেন, তারাও নিয়মিত আসেন না।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিআলো/তুরাগ



