• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ভোলায় ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র 

     dailybangla 
    23rd Oct 2024 10:10 pm  |  অনলাইন সংস্করণ

    ভোলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভোলার জেলা প্রশাসন। এরইমধ্যে জেলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৭টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।

    আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান জানিয়েছেন, ঝড় মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে ৯৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এ ছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে সিপিপি ও রেডক্রিসেন্টসহ অন্তত ১৫ হাজার স্বেচ্ছাসেবীকে। এছাড়াও নগদ ৯ লাখ টাকা, ৩৫০ পাকেট শুকনো খাবার, শিশু খাদ্য, গবাদি পশুর খাদ্য এবং ৫০০ টন চাল মজুত রাখা হয়েছে।

    জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসাঈন বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি। একাধিক টিম প্রস্তুত রয়েছে। যতটুকু সম্ভব ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। তিনি বলেন, জেলার ৮৬৯টি আশ্রয় কেন্দ্র, ১৭টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এদিকে সকাল সাড়ে ১০টা থেকে জেলা জুড়ে বৃষ্টিপাত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলের বাসিন্দারা।

    তবে জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর দুপুরের মধ্যে ভারতের উড়িষ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে ভোলা ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে। ফলে উপকূলীয় এলাকার নদী-সাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930