ভ্যানগাড়ি চালিয়ে নিজের সিনেমার প্রচারণায় নায়ক “রাসেল মিয়া”
“আমি অভিজাত দলের অংশ নই, আমি সাধারণ মানুষের নায়ক”
সাইদ হোসেন অপু চৌধুরী: চলচ্চিত্রের প্রচারণা মানেই পোস্টার, ব্যানার, বিলবোর্ড কিংবা টেলিভিশন বিজ্ঞাপন— এই প্রচলিত ধারার বাইরে গিয়ে এক অনন্য উদ্যোগ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা রাসেল মিয়া। নিজের আসন্ন ছবি ‘গোয়ার’-এর প্রচারণায় তিনি নিজেই ভ্যানগাড়ি চালিয়ে দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন।
সিনেমার পোস্টারে সুসজ্জিত ভ্যান, সামনে মাইক হাতে রাসেল মিয়ার ডাক— এমন এক দৃশ্য সাধারণ মানুষের মাঝে ছড়াচ্ছে মুগ্ধতা। ভিন্নধর্মী এই উদ্যোগের মাধ্যমে তিনি দেখিয়েছেন, একজন শিল্পী কেবল পর্দার নায়ক নন, তিনি মানুষের মধ্যেও বাঁচতে চান, তাদের সঙ্গে হাসতে চান।
‘গোয়ার’ ছবিটি জয় যাত্রা মাল্টিমিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। এটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব। ছবিটিতে অভিনয় করেছেন রাসেল মিয়া, জলি, মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর, বর্দা মিঠু, মনজুর আলম, ডেঞ্জার নাসিম, জামাল পাটোয়ারীসহ আরও অনেকে।
ছবিটি আগামী ১৪ই নভেম্বর ২০২৫, শুক্রবার সারা দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নিজের এই অভিনব প্রচারণা নিয়ে ভেরিফায়েড ফেসবুক আইডিতে রাসেল মিয়া লিখেছেন— “যারা গোয়ার সিনেমা প্রচার ঘিরে আমার রাস্তায় নামা নিয়ে ভ্রুকুটি করছেন, আমি সেই অভিজাত দলের অংশ নই। আমার জীবন, আমার অনুপ্রেরণা— সবটাই এই দেশের সাধারণ মানুষগুলিকে ঘিরে। আমার প্রতিটি সিনেমা হয়ে থাকে এবং সামনেও হয়ে থাকবে গণমানুষের সিনেমা। দেওয়ালের চারধারে একা থাকার নিরবচ্ছিন্ন সুখ আমার পছন্দ নয়!”
নায়কের এই বক্তব্য স্পষ্ট করে যে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই তার শিল্পীসত্তার প্রাণ। সিনেমার প্রতি দায়বদ্ধতা এবং গণমানুষের অভিনেতা হয়ে উঠার আন্তরিক প্রয়াসই এই প্রচারের মূল প্রেরণা।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন—“১৪ই নভেম্বর ‘গোয়ার’ সিনেমাটি শুভ মুক্তি, সকলের সহযোগিতা আমাদের কাম্য।”
রাসেল মিয়ার এই ভিন্নধর্মী প্রচারণা ইতোমধ্যে দর্শকমহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। অনেকেই বলছেন— এমন মানবিক প্রচার কৌশল নতুন করে ফিরিয়ে আনতে পারে সিনেমা ও দর্শকের হারানো সম্পর্ক।
বিআলো/তুরাগ



