মণিপুরসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে মৃদু মাত্রার ভূমিকম্প
dailybangla
28th Nov 2025 9:41 am | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে বৃহস্পতিবার ভোরে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যমতে, সকাল ৫টা ৪২ মিনিটের এই কম্পনে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
একই সময়ে দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি এলাকাও ভূকম্পনে কেঁপে উঠেছে। রাত ২টা ৫৯ মিনিটে বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প এবং এর আগের রাতে ভুটানে ৩.০ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।
এ ছাড়া ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ সংলগ্ন সুমাত্রা দ্বীপে বৃহস্পতিবার ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়, কম্পনটির উৎপত্তি ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। আগের দিন নর্থ সুলাওয়েসি অঞ্চলেও ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
বিআলো/শিলি



