মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নির্বাচিত মুহাম্মদ জাকির হোসেন
নিজস্ব প্রতিবেদক : দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কবি ও সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন। মতলব দক্ষিণ, চাঁদপুরে সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ কমিটির গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
মুহাম্মদ জাকির হোসেন মতলব প্রেস ক্লাবের সাবেক সভাপতি, মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) এবং দৈনিক প্রথম আলোর মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন।
সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনে তার সক্রিয় ভূমিকার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার এই নির্বাচনে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদ মতলব দক্ষিণ, চাঁদপুর-এর মহাসচিব মাহফুজ মল্লিক।
বিআলো/আমিনা



