মতলব সোসাইটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বসবাসকারী মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার নাগরিকদের সংগঠন ‘মতলব সোসাইটি’ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বসন্ত বিলাস রিসোর্টে।
শুক্রবার (২০ জুন) সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে মতলব সোসাইটির সদস্যরা অংশ গ্ৰহন করেন। মতলব সোসাইটির উন্নয়ন সকল সদস্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
‘মতলব সোসাইটি’র সভাপতি একেএম হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আজম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব সোসাইটির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি আনিছুর রহমান, মাসুদ রানা, রবিউল আউয়াল, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এমএ হানিফ, কোষাধ্যক্ষ বদিউল আলম, সহ কোষাধ্যক্ষ সোহাগ খান, কার্যকরী সদস্য আলাউদ্দিন, বিল্লাল হোসেন গাজী, আনিছুর বারীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বিআলো/তুরাগ