মদপান করে বছরে ২৬ লাখ মানুষ মারা যায়: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক: মদপান করে সারা বিশ্বে প্রতি বছর করে মারা যায় ২৬ লাখ মানুষ। যাদের মধ্যে ৪ দশমিক ৭ শতাংশ মানুষই সাইকোঅ্যাকটিভ ড্রাগ ব্যবহারের কারণে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ওই প্রতিবেদনে বলা হয়, অ্যালকোহল ও স্বাস্থ্য বিষয়ে ডব্লিউএইচওর প্রতিবেদন অনুযায়ী, গত ২০১৯ সালের পাবলিক হেলথ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, পৃথিবীতে প্রায় ৪শ’ মিলিয়ন মানুষ মদ্যপানের কারণে রোগে আক্রান্ত। এদের মধ্যে, ২শ’ ৯ মিলিয়ন মানুষ সরাসরি মদের ওপর নির্ভরশীল। ২০১৯ সালে অ্যালকোহল পানের কারণে সবচেয়ে বেশি মারা গেছেন ২০ থেকে ৩৯ বছর বয়সী মানুষ। তাদের সবাই লিভার সিরোসিস ও ক্যানসারসহ বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত।
প্রসঙ্গত, মাথাপিছু অ্যালকোহল পানের পরিমাণ সবচেয়ে বেশি ইউরোপের দেশগুলোতে। গড়ে ৯ দশমিক ২ লিটার। এরপরই রয়েছে আমেরিকার দেশগুলো। যা গড়ে ৭ দশমিক ৫ লিটার। সবচেয়ে কম অ্যালকোহল পান করা হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোতে।
বিআলো/শিলি