‘মদিনা সনদের আদলে সুশাসন প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর লক্ষ্য’
হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বেশি অপরাধ ও অন্যায় সংঘটিত হয়েছে সাতক্ষীরায়। দেশের আর কোনো জেলায় এমন পরিকল্পিত জুলুম-নির্যাতন চালানো হয়নি। ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়াই সাতক্ষীরার মানুষের সবচেয়ে বড় ‘অপরাধ’ ছিল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, বুলডোজার দিয়ে আমাদের নেতাকর্মীদের ঘর ভেঙে দেওয়া হয়েছে। প্রশ্ন রাখি—তারা কি কোনো অপরাধ করেছিল তিনি বলেন, ২০১৫ সালে সাতক্ষীরায় এসে তিনি ৪৫ জন শহীদের পরিবারের খোঁজ নিতে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন।
বিধবা মা-বোনদের চোখের পানি, এতিম শিশুদের নিঃসঙ্গতা এবং নির্যাতিত যুবকদের যন্ত্রণার দৃশ্য আজও তার মনে দাগ কেটে আছে। তিনি বলেন, যে সন্তানরা আল্লাহকে ভালোবেসে জীবন দিয়েছে সেটাই ছিল তাদের একমাত্র দোষ। এই দুনিয়ায় বিচার না পেলেও ইনশাআল্লাহ আখিরাতে তারা ন্যায়বিচার পাবে।
জামায়াত আমির অভিযোগ করেন, সাতক্ষীরাকে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, এই জেলার সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে। ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই সাতক্ষীরার মানুষকে শাস্তি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল। আমাদের নেতা-কর্মীদের হত্যা, গুম, ফাঁসি, দল নিষিদ্ধকরণ—সবই ইতিহাসের নির্মম সত্য। তবে তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলে উল্লেখ করে বলেন, সাম্প্রতিক পরিবর্তনের পর সবাইকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি, দখল ও সহিংসতার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সাতক্ষীরাসহ সারা দেশে আমাদের নেতা-কর্মীরা কোনো অন্যায়ে জড়ায়নি।
যারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমান বলেন, বিএনপিসহ অন্যান্য বিরোধী দল, সাংবাদিক, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গত ১৫ বছরে নির্যাতনের শিকার হয়েছে। তিনি সতর্ক করে বলেন, জুলুমের শিকার মানুষ যেন আবার জালিমে পরিণত না হয়—ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করাই আমাদের দায়িত্ব।
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ন্যায়ভিত্তিক সমাজ ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট ও সমর্থন চান জামায়াত আমির। তিনি বলেন, মদিনা সনদের আদলে সুশাসন প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের জন্য আলাদা বেতন কাঠামো এবং দায়িত্বশীল কর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার আশ্বাস দেন।
সমাবেশে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাতক্ষীরা-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ। এছাড়া ১০ দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান।
বিআলো/আমিনা



