মধুপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
dailybangla
24th Jan 2026 8:53 pm | অনলাইন সংস্করণ
আব্দুল মোমিন, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (প্রায় ৬০) নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাইতকাই এলাকায় সুজনের মোড় লাভলুর স মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা একটি বাস ওই ব্যক্তিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
মধুপুর থানা সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার এসআই আরিফুল ইসলাম।
বিআলো/ইমরান



