মধুপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণ দোয়া মাহফিল
আব্দুল মোমিন, মধুপুর (টাংগাইল): টাংগাইলের মধুপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া মাহফিলের আয়োজন করে মধুপুর–ধনবাড়ীর জনগণের নয়নের মণি হিসেবে পরিচিত বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক গোষ্ঠী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। তিনি উপস্থিত জনগণের উদ্দেশে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করে বলেন,
“আমাদের একটাই কামনা—দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যেন তিনি দ্রুত সুস্থ হয়ে দীর্ঘায়ু লাভ করেন এবং দেশের হাল ধরার তৌফিক পান।”
দোয়া মাহফিলটি পরিচালনা করেন প্রধান অতিথি নিজেই।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত থেকে দোয়া মাহফিলকে প্রাণবন্ত করে তোলেন। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান।
বিআলো/ইমরান



