মধ্যরাতে বিস্ফোরণের শব্দে ফের কাঁপল টেকনাফ সীমান্ত
বিআলো প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি ও বোমার শব্দ শোনা গেছে। রোববার (২০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে উঠে সীমান্তের বাড়ি-ঘর। সারারাত ঘুমাতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দুদিন বন্ধ থাকার পর টেকনাফ সদর, সাবরাং শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন ও হ্নীলা এলাকায় বিস্ফোরণের শব্দ ভেসে আসে। মিয়ানমারের অভ্যন্তরে এসব গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এপারের সীমান্ত এলাকার মানুষ।
সাবারাং নয়াপাড়া এলাকার একজন বাসিন্দা বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। দুদিন আগেও মর্টার শেল ও বোমার শব্দে ২৫টির অধিক ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছিল।
টেকনাফ সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্তের বাড়িঘর।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ২ দিন বন্ধ থাকার পর ফের মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে চারপাশ। মানুষ অনেক আতঙ্কে আছেন।
বিআলো/শিলি