• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    মধ্য রাতে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ 

     dailybangla 
    09th Jun 2025 10:06 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান। প্রায় এক ঘণ্টা পর, রাত ২টা ৪৫ মিনিটে তার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর রাত ৩টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

    বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্রেও একই তথ্য জানানো হয়েছে।

    এর আগে, গত ৮ মে গভীর রাতে চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।

    প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামও রয়েছে। আবদুল হামিদের দেশত্যাগের পর এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

    এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তারা হলেন- ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম এবং স্পেশাল ব্রাঞ্চের এটিএসআই মো. সোলায়মান।

    উল্লেখ্য, ২০১৩ সালের মার্চে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর আবদুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ২৪ এপ্রিল তিনি ২০তম রাষ্ট্রপতি হিসেবে এবং ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ২১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল তার মেয়াদ শেষ হয় এবং তার স্থলাভিষিক্ত হন মো. সাহাবুদ্দিন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    June 2025
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30