মনিরামপুরে স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা
dailybangla
28th Jun 2024 11:20 pm | অনলাইন সংস্করণ
আবুল ইসলাম, মনিরামপুর (যশোর) যশোরের মনিরামপুরে স্ত্রীকে জবাই করে হত্যা চেষ্টার পরে নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
গত বুধবার রাতে মনিরামপুর উপজেলার ১৬ নং নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে উজির আলী গাজী (৫০) তার তিন নম্বর স্ত্রী বালিধা গ্রামের আলী গাজীর মেয়ে পারভীনা বেগম (৪০) কে জবাই করে হত্যার চেষ্টা করে।
ওই রাতেই নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আ. হান্নান পারভীনা বেগমকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। বর্তমানে পারভীনা বেগম এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
বিআলো/তুরাগ