মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবেন তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন চিকিৎসক ও রাজনৈতিক কর্মী তাসনিম জারা।
শনিবার সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ে তার কাগজপত্র গ্রহণ করা হয়নি এবং তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপিল করবেন। আপিল প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের মধ্যে দুজন সংশ্লিষ্ট আসনের ভোটার নন। এ বিষয়ে তাসনিম জারা বলেন, প্রয়োজনের চেয়ে বেশি ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হয়েছিল। যাচাই করা ১০ জনের মধ্যে দুজনকে ঢাকা-৯-এর ভোটার হিসেবে শনাক্ত করা হয়নি। তবে সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিজেদের ঢাকা-৯-এর ভোটার হিসেবেই জানতেন। একজনের জাতীয় পরিচয়পত্রের ঠিকানাও তাই নির্দেশ করে, আর অন্যজন খিলগাঁও এলাকার বাসিন্দা হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়।
তিনি আরও বলেন, এই দুটি ব্যতিক্রম ছাড়া বাকি সব তথ্য সঠিক ছিল। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির যে প্রতিশ্রুতি নিয়ে তিনি এগোচ্ছেন, সেই লড়াই চালিয়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, তাসনিম জারা আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন। দলটির নির্বাচনী জোট নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।
বিআলো/শিলি



