মন্ত্রী পাড়ায় ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা আন্দোলনকারীদের
dailybangla
05th Aug 2024 12:22 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: একদফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। কর্মসূচি সফল করতে রাজধানীর বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন আন্দোলনকরীরা।
গতকাল রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন।
এলাকাটিতে আইজিপি, বিভাগীয় কমিশনারের কার্যালয় ডিবি অফিসসহ বেশ কয়েকজন মন্ত্রীর বাসা রয়েছ। এদিকে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীসহ সারা দেশে। সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিআলো/শিলি