মন্ত্রী হওয়ার জন্য নয়, দেশ সংস্কারের লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণ – উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম
ফাহিম আহমেদ (বাবুগঞ্জ), বরিশালঃ ১৭ জানুয়ারি, শনিবার বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল-৩ আসন (বাবুগঞ্জ–মুলাদী) এর সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন।
বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. সামসুল আলম।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রহমাতুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মো. সাইফুল রহিম, বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ উদ্দীন মুন্না, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাবুদ্দিন বাচ্চুসহ বাবুগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন,
“ইসলামী আন্দোলন বাংলাদেশ অবশ্যই একটি বড় ও দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা মন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমরা নির্বাচন করছি দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে, দেশকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে।”
তিনি আরও বলেন,
“ইনশাআল্লাহ, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে জনগণের জন্য বরাদ্দ একটি টাকাও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না। প্রয়োজনে নিজেদের ব্যক্তিগত অর্থ জনগণের কল্যাণে ব্যয় করব।”
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ এবং আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য ও কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন।
বিআলো/ইমরান



