মন ভালো রাখবে যে গাছ
বিআলো ডেস্ক: শরীরের যত্নআত্তির বিষয়ে অনেকেই সচেতন। সুস্থ থাকতে নানা নিয়ম মেনেও চলেন। ব্যস্ততা, কর্মক্ষেত্রে অত্যধিক চাপ, ব্যক্তিগত জীবনের টানাপড়েনের প্রভাব যে শুধু শরীরে পড়ে তা নয়, মনেও পড়ে।
কিন্তু মনের খেয়াল রাখার বিষয়টি আড়ালেই থাকে। উদ্বেগ, অবসাদ জাঁকিয়ে বসে মনে। তবে মনের মেঘ কাটাতে ভরসা হতে পারে কিছু গাছ। ঘর সাজাতে গাছ ব্যবহার করেন অনেকেই।
দিন দিন বাড়ছে বাড়িতে বনসাই গাছ লাগানোর চল। বনসজ্জ গৃহসজ্জার নতুন চল তো বটেই তবে এর পিছনেও বেশ কিছু কারণ আছে।
মানসিক চাপ কমে:
চোখের সামনে সবুজ দেখতে পেলে মানসিক চাপ কিছুটা নিয়ন্ত্রণে থাকে বলে মনে করেন চিকিৎসকেরা। চার দিকে সবুজ যত কমছে, এ ভাবেই গাছ লাগানোর চল তত বাড়ছে ঘরে ঘরে।
ঘরের ভিতরের হাওয়া বিশুদ্ধ:
প্রতি ঘরে গাছ থাকলে দূষিত বায়ু কম চলাচল করে বাড়ির অন্দরে। ফলে শরীরের জন্য বনসাই গাছ রাখা খুবই জরুরি।
যত্ন নেওয়া সহজ:
এই ধরনের গাছের যত্ন নেওয়াও খুব কঠিন নয়।
বিআলো/শিলি