ময়মনসিংহে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্নামেন্ট শুরু
dailybangla
25th Dec 2024 8:18 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্নামেন্ট-২০২৪ এর বিভাগীয় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর ) বিকেলে ময়মনসিংহের জেলা স্টেডিয়াম মাঠে ময়মনসিংহের খেলোয়াড়দের নিয়ে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে প্রথম দিনের এ খেলা অনুষ্ঠিত হয়। ২টি দলের মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লাল দল জয়ী হয়।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাবেক সাফ জয়ী ফুটবলার আমিনুল হক,ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ