মশিউর রহমান যাদু মিয়ার জন্ম শতবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদকঃ আজ ৯ই জুলাই, বিশিষ্ট জননেতা ও সাবেক ন্যাপ প্রধান মশিউর রহমান যাদু মিয়ার জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ‘মশিউর স্মৃতি পরিষদের’ উদ্যোগে দিনটি বিশেষভাবে উদযাপিত হয়েছে।
‘মশিউর স্মৃতি পরিষদের’ সভাপতি ন্যান্সি রহমানের উদ্যোগে যাদু মিয়ার জন্মস্থান নীলফামারীর খগাখড়বাড়ি , সুন্দরখাতা এবং ঢাকায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও দিনটি উপলক্ষ্যে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যাদু মিয়া ১৯২৪ সালের ৯ই জুলাই নীলফামারীতে জন্ম গ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি দেশের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। মাওলানা ভাসানীর একান্ত অনুসারী জনাব জাদুমিয়া ভাসানীর মৃত্যুর পর ভাসানী ন্যাপের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল জিয়ার শাসনামলে তার বিশেষ অনুরোধে তৎকালীন ক্যাবিনেটে সিনিয়র মন্ত্রী হিসেবে যোগদান করেন।
বিআলো/তুরাগ