মহারাজ আবুল সরকারের মুক্তি ও মাজারে হামলার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও প্রখ্যাত বাউল শিল্পী মহারাজ আবুল সরকারের মুক্তি এবং সারাদেশে ধারাবাহিকভাবে মাজার ও মাজার ভক্তদের উপর হামলার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ও বিচার গানের আসর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে সাধু গুরুভক্ত ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকী।
সমাবেশে বক্তব্য রাখেন চিন্তাবিদ কবি ফরহাদ মজহার এবং বাউল শিল্পী আলেয়া বেগম। ফরহাদ মজহার মহারাজ আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
সমাবেশে বাউল গান পরিবেশন করেন আলেয়া বেগম, বারেক বৈদেশী, জামাল দেওয়ান, আলমাস সরকার, মিরাজ দেওয়ান, সুজন সরকার, আখি সরকার, ঝুমা বয়াতি, পাপেল সরকার, ইয়ামিন সরকার, দেলোয়ার বয়াতি, জান্নাত বৈদেশী, স্বপ্না সরকার (কুষ্টিয়া), রেহানা সরকার, পাখি সরকার, রফিক সরকার, গীতিকার ও বাউল শিল্পী কবির সরকার, রুনা খানম এবং লালন শিল্পীরা।
অনুষ্ঠানে উপস্থিত আবুল সরকারের স্ত্রী আলেয়া বেগমের বক্তব্যে অনেকেই আবেগে কেঁদে ওঠেন।
বিআলো/ইমরান



