মাইক্লো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যাত্রা শুরু হাবিব ওয়াহিদের
হৃদয় খান: বাংলাদেশের ফ্যাশন জগতে নতুন এক আলোচনার জন্ম দিল জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ‘মাইক্লো’। তরুণদের স্টাইল আইকন ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। আধুনিক ফ্যাশন, আরামদায়ক পোশাক আর তারুণ্যের স্বতঃস্ফূর্ততাকে এক সুতোয় গাঁথতেই এই অংশীদারিত্ব—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাবিব ওয়াহিদ।
এ সময় উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশ লিমিটেডের পরিচালক এএইচএম আরিফুল কবির, হেড অব মার্কেটিং ইয়াসির সাবাবসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হাবিব ওয়াহিদ বলেন,
“মাইক্লো যখন আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেয়, তখনই মনে হয়েছে এটি আমার ব্যক্তিত্ব ও স্টাইলের সঙ্গে দারুণভাবে মানানসই। মাইক্লো ক্যাজুয়াল ও আরামদায়ক পোশাকে গুরুত্ব দেয়, যা আমি নিজেও দৈনন্দিন জীবনে পছন্দ করি। আশা করি, আমার ভক্তরাও এই অংশীদারিত্ব উপভোগ করবেন।”
মাইক্লো বাংলাদেশের পরিচালক এএইচএম আরিফুল কবির বলেন, “মাইক্লো সবসময় গুণগত মান, আরাম এবং আধুনিক ফ্যাশনের ওপর গুরুত্ব দিয়ে এসেছে। হাবিব ওয়াহিদের সৃজনশীলতা, ব্যক্তিত্ব ও তরুণদের সঙ্গে তার দৃঢ় সংযোগ আমাদের ব্র্যান্ড দর্শনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।”
তিনি আরও জানান, চলতি বছর থেকেই মাইক্লো নতুন নতুন ডিজাইন ও ফাংশনাল পণ্য বাজারে আনতে যাচ্ছে। গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। তার ভাষায়, “মাইক্লো মানেই গ্রাহকদের জন্য সবসময় কিছু বাড়তি পাওয়ার সম্ভাবনা।”
এদিকে মাইক্লো বাংলাদেশের হেড অব মার্কেটিং ইয়াসির সাবাব বলেন, “হাবিব ওয়াহিদ স্বকীয়তা ও সহজ স্টাইলের প্রতীক। তার এই বৈশিষ্ট্য মাইক্লোর মূল ব্র্যান্ড মূল্যবোধকে নিখুঁতভাবে তুলে ধরে। এই অংশীদারিত্ব মাইক্লোর জন্য একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করবে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাবিব ওয়াহিদের সঙ্গে এই সহযোগিতা মাইক্লো ব্র্যান্ডে নতুন উদ্দীপনা ও সৃজনশীলতা যোগ করবে। একই সঙ্গে আরামদায়ক, সহজ ও দৈনন্দিন পোশাকের একটি আধুনিক লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় মাইক্লো বাংলাদেশ।
বিআলো/তুরাগ



