‘মাইনাস ফোর’ দুষ্টচক্রের অপপ্রচার: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: ‘মাইনাস ফোর’ নিয়ে প্রচারকে ভিত্তিহীন ও দুষ্টচক্রের অপপ্রচার উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘মাইনাস ফোর’ নামে যে কথা প্রচার হচ্ছে, তা একটি দুষ্টচক্রের ভিত্তিহীন বক্তব্য ছাড়া কিছু নয়। শুক্রবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখন জাতীয় নেতা, কোনো নির্দিষ্ট দলের নেতা নয়। যারা ‘মাইনাস ফোর’ নিয়ে কথা বলছেন, তারা স্বৈরাচারী শাসনের দোসর বলেও মন্তব্য করেন তিনি।
আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, যেসব দল নিষিদ্ধ হয়নি তারা সবাই অংশ নিতে পারবে। জাতীয় পার্টি নিষিদ্ধ নয়, অংশ নেবে কি নেবে না সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত প্রত্যেককে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। সরকারের হাতে অল্প সময় থাকলেও দণ্ড কার্যকরে চেষ্টা থাকবে; ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম এ কাজ সম্পন্ন করবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং পৌর প্রশাসকসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি



