মাকে নিয়ে যা লিখলেন পূজা চেরি
বিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী পূজা চেরির মা ঝরনা রায় গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমান। এ অভিনেত্রীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। মায়ের মৃত্যুর এক বছর পরও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি পূজা চেরি।
কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫ দিন হয়ে গেল। কীভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ঙ্কর। বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরও বুকটা ভারি হয়ে ওঠে। মনে হয় পৃথিবীর সবচেয়ে ভারি পাথর আমার বুকে।
পূজা আরও লিখেছেন মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি…। যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাতো না, সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে কত দূরে আছে!!!! ওরে আমার মা, বলো না কেমন আছো? ভালো আছো তো? আমি কিন্তু ভালো আছি। কেন ভালো আছি জানো? কারণ তুমি যেন ওই দূরে ভালো থাকো। তোমাকে তো আমি দেখতে পারছি না, তুমি তো দেখতে পারছ।
খালি মনে হয় ইস তোমাকে যদি আমি দেখতে পারতাম শুধু, আর কেউ না দেখুক। কিন্তু বাস্তবতা তো আলাদা। যখনি বাস্তবতায় ফিরে আসি, কিছুতেই মানতে পারি না তুমি বহুদূরে যেখানে গেলে কেউ আসতে পারে না। জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হাহাহা তারা কি জানে যে মেয়েটা তার মায়ের মতোই। তুমিই তো সব শিখিয়েছো মামুনি। একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে। ও মা , মা গো তুমি কি আসলেই ভালো আছো মা? আমি কিন্তু ভালো আছি মা ��
ইস ভুলেই গেছি, আমি মিথ্যা বললে তুমি ধরে ফেলো। তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে, আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নিই।
এই মনকে কীভাবে বোঝাই শুধু এই ৩৬৫ দিন না, যতদিন বেঁচে আছি, ততদিন তোমার ওই মায়াবী মুখ আর দেখতে পাব না, তোমার স্পর্শ পাব না। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি। তবে দেখা হবে তো অবশ্যই। প্রস্তুত থেকো। বিনোদন জগতের শুরু থেকেই সবসময়ই মাকে পাশে পেয়েছেন পূজা। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা। তাই ক্যারিয়ারে মায়ের অবদানের কথা সবসময় বলেন এ অভিনেত্রী।
বিআলো/শিলি