মাগুরায় অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ
এস এম শিমুল রানা, মাগুরা: মাগুরায় জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও টিফিন বক্স, মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে ব্যাগ, টিফিন বক্স ও জুতা এবং ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। নতুন উপহার হাতে পেয়ে খুশিতে উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা। কেউ কেউ জানায়, এসব সহায়তা তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহ যোগাবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন বিশ্বাস বলেন, “আমি একজন কৃষকের ছেলে। আমার ব্যাগ ও জুতা অনেক দিন ধরে ছিঁড়ে গিয়েছিল, কিন্তু বাবা আর্থিক কষ্টের কারণে দিতে পারেননি। আজ নতুন ব্যাগ, জুতা ও টিফিন বক্স পেয়ে আমি খুব খুশি।”
আরেক শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, “আমার বাবা একজন গাড়ি চালক। অনেক দিন ধরে সাইকেল চাচ্ছিলাম, কিন্তু টাকার অভাবে সম্ভব হয়নি। আজ বাইসাইকেল পেয়ে সত্যিই আনন্দিত।”
অন্যদিকে মোছাঃ নিশাত মায়মুনা বলেন, “আমাদের পরিবার খুব কষ্টে চলে। বাইসাইকেল কেনার সামর্থ্য ছিল না। আজ জেলা পরিষদের মাধ্যমে সাইকেল পেয়ে খুব ভালো লাগছে।” অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাসিনা মমতাজ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুলজ্জান, এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



