মাগুরায় জাতীয় যুব দিবস পালিত
এস এম শিমুল রানা, মাগুরা: নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার পালিত হলো জাতীয় যুব দিবস। এবারের যুব দিবসটি বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরা জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ ও কর্মই জীবন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণের সনদপত্র, ভাতা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টার সময় মাগুরা যুব ভবন হল রুমে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক (অতিঃ দাঃ) মো. ইলিয়াসুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন, মাগুরা যুব প্রশিক্ষণ কেন্দ্র ডেপুটি কো-অর্ডিনেটর এইচ, এম, নুরুজ্জামান।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, মো. আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান। মাগুরা সদর উপজেলা কৃষিবিদ মো. হুমায়ুন কবির। এসডিএফ-এর কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ।
বিআলো/তুরাগ