মাগুরায় ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
এস এম শিমুল রানা, মাগুরা: মাগুরায় সেনাবাহিনীর অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ১টায় শহরতলীর পারনান্দুয়ালী (পল্লী বিদ্যুৎ পাড়া) এলাকায়ে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের সদর থানায় সোর্পদ করা হয়।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানার অন্তর্গত পারনান্দয়ালী (পল্লী বিদ্যুৎ পাড়া) এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিপুল পরিমাণে মাদক রয়েছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাত ১টায় ওই এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মাগুরা ক্যাম্পের সেনা সদস্যরা। অভিযানে ৩ কেজি গাঁজাসহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হচ্ছে, পারনান্দয়ালী (বউ বাজার পাড়া) এলাকার মোঃ হোসেন শেখের ছেলে গাঁজা কারবারি রুবেল শেখ (২৮), সদরের জগদলের গ্রামের মোঃ কবির বিশ্বাস ছেলে হুমায়ুন বিশ্বাস (৩০) ও সদরের সিংহডাঙ্গা গ্রামের মোঃ সাত্তার মোল্লার ছেলে জসিম উদ্দিনের (২৮)।
গ্রেফতার আসামীদের জব্দকৃত গাঁজাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা এর নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গ্রেপ্তারকৃতদের নামে সদর থানায় মামলা হয়েছে।
বিআলো/তুরাগ



