মাজারের পক্ষে গান করার কারণেই আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে: স্ত্রী আলেয়া বেগম
নিজস্ব প্রতিবেদক: ধর্ম অবমাননার মামলায় গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তার স্ত্রী আলেয়া বেগম অভিযোগ করেছেন, আমরা অলি-আউলিয়া ও মাজারের প্রচারক। তারা মাজার ভাঙে, আর আমরা অলি-আউলিয়ার গুণগান করি—এ কারণেই আমরা তাদের প্রতিপক্ষ ও শত্রুতে পরিণত হয়েছি।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি আরও বলেন, মহারাজ আবুল সরকার অত্যন্ত সহজ-সরল মানুষ। সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। মাজারের পক্ষে কথা বলার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।
আলেয়া বেগম জানান, আবুল সরকার জীবনে কোনোদিন ধর্মবিদ্বেষী কথা বলেননি। তিনি যে বইটি লিখেছেন, তার শত শত গান আল্লাহর প্রশংসা নিয়ে। অথচ মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে যে তিনি ধর্ম অবমাননা করেছেন। বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন।
মানিকগঞ্জে তাদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, আমার ছেলেদের ওপর বর্বর হামলা করা হয়েছে। মাথা ফাটিয়ে দিয়েছে। পরে আবার ফেসবুকে লাইভে এসে মিথ্যে বলছে—বাউলরা নাকি হামলা করেছে!
আবুল সরকারের মুক্তি দাবি জানিয়ে তিনি বলেন, বাউলরা বাংলাদেশের সম্পদ। দেশের কৃষ্টি-কালচার বাঁচিয়ে রেখেছেন। একজন নির্দোষ মানুষকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। আমি তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
গত বৃহস্পতিবার ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে আবুল সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।
রোববার (২৩ নভেম্বর) তৌহিদী জনতা ও আলেম-ওলামারা শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করলে একই সময়ে বাউল ভক্তদের মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে তৌহিদী জনতার একটি অংশ বাউল ভক্তদের ওপর হামলা চালায়, বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বিআলো/এফএইচএস



