মাতৃত্বের পাঁচ মাস পর অবশেষে জনসমক্ষে কিয়ারা
বিনোদন ডেস্ক: জুলাইয়ে কন্যাসন্তানের জন্মের পর দীর্ঘদিন আড়ালে ছিলেন বলিউড তারকা কিয়ারা আদভানি। মাতৃত্বের ব্যস্ততা পেরিয়ে প্রায় পাঁচ মাস পর প্রথমবারের মতো ক্যামেরার সামনে ধরা দিলেন তিনি।
মা হওয়ার পর কিয়ারাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি মাত্রই একটি বড় শারীরিক-মানসিক যাত্রা শেষ করে ফিরেছেন। শর্ট ডেনিম ও ওয়ান-শোল্ডার ডেনিম টপে তার উপস্থিতি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ক্যামেরার দিকে তাকিয়ে আগের মতোই উজ্জ্বল হাসি উপহার দেন অভিনেত্রী।
ফ্যাশনের পুরোটাই ছিল স্বাচ্ছন্দ্যে ভরা, পায়ে স্নিকার্স আর চুলে টানটান পনিটেল। ঠিকঠাক সাজের সাথে মিল রেখে ছিল তার পুরো লুক।
গত মাসেই কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাদের কন্যার নাম- সারায়াহ। হিব্রু উৎস থেকে নেওয়া এই নামের অর্থ ‘রাজকন্যা’ বা ‘সম্মানিতা নারী’।
মাতৃত্বের পাঁচ মাসের মধ্যেই কিয়ারার ফিট থাকা অনেকে দারুণ অবাক করেছে। অভিনয়ের দিক থেকে তিনি সর্বশেষ ওয়ার ২-এ দেখা দিয়েছেন। সামনে রয়েছে টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস ছবিতে যশ ও নয়নতারার সঙ্গে কাজ, পাশাপাশি রণবীর সিংয়ের সঙ্গে ডন ৩-এও দেখা যাবে তাকে।
বিআলো/শিলি



