মাদারীপুরে দৈনিক আজকের দর্পণ-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে জাতীয় দৈনিক আজকের দর্পণ-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি এডভোকেট মাসুদ পারভেজ। তিনি আজকের দর্পণ-এর নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আজকের দর্পণ অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। ‘তরুণ প্রজন্মের দৈনিক’ এই স্লোগানকে ধারণ করে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রতিনিধি মীর ইমরান। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান বাদল, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সুবুল বিশ্বাস, ডেইলি নিউ ন্যাশনের প্রতিনিধি বোরহান সুলতান, ডেইলি এশিয়ান এইজের প্রতিনিধি ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সাব্বির আহমেদ আজিজ, বাংলা ভিশন ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এবং ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুফতী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুপালী বাংলাদেশ-এর প্রতিনিধি মোঃ ইমদাদুল হক মিলন, ৭১ টিভির প্রতিনিধি মোঃ আরিফুর রহমান, আরটিভির প্রতিনিধি সাইফুল ইসলাম নয়ন, দৈনিক দেশ প্রতিদিন-এর প্রতিনিধি মোঃ কাজল খান, দৈনিক আলোকিত প্রতিদিন-এর প্রতিনিধি মোঃ নাহিদ তালুকদার, দৈনিক সোনালী খবর-এর প্রতিনিধি মাহফুজ খান, দৈনিক সমাবেশ-এর প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন, নিউজ ২১-এর প্রতিনিধি মেহেদী হাসান বাবু, দৈনিক মাদারীপুর সংবাদ-এর প্রতিনিধি মোঃ রিপন মিয়া, দৈনিক জনতা’র শিবচর প্রতিনিধি সাখাওয়াত হোসেন মোল্লা, চ্যানেল এস-এর প্রতিনিধি মোঃ নাজমুল হোসাইন, দৈনিক বাংলাদেশের খবর-এর প্রতিনিধি মোঃ রাজু আহমেদ, দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মোঃ সাইদুল রহমান সওকত, দি ফিনান্সিয়াল পোস্ট-এর জেলা ফটো জার্নালিস্ট মোঃ নূর আলম এবং মাদারীপুর পত্রিকার এজেন্ট মোঃ ওমর আলী।
বক্তারা আজকের দর্পণ-এর গত ১১ বছরের সাফল্য ও পথচলার কথা তুলে ধরেন। তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মাঝে কেক বিতরণ করা হয়।
বিআলো/তুরাগ