মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
dailybangla
03rd Mar 2025 1:04 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে মো. আরাফাত হাসান নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত হাসান একই গ্রামের আহাদ গোমস্তার ছেলে।
পুলিশ ও স্থানীয়ার জানায়, সকালে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় আরাফাত। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। দুপুরে হঠাৎ আরাফাতকে পুকুরে ভেসে ওঠতে দেখেন স্থানীয় লোকজন। পরে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিআলো/শিলি