মাদারীপুরে প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান শিশিরের ইন্তেকাল
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল ও বাংলাভিশন টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি, লেখক ও সংস্কৃতি ব্যক্তিত্ব, কালকিনি আলহাজ সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির আর নেই।
বুধবার (২১ জানুয়ারি) ভোর রাত ৪ টা ১৫ মিনিটে দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর পূর্বে তিনি অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শিক্ষার্থী রেখে গেছেন। দীর্ঘদিন সাংবাদিকতা ও শিক্ষাক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের জানাজা নামাজ (২১ জানুয়ারি) বাদ জোহর মাদারীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই গুণী সাংবাদিক, লেখক এবং কলামিস্টের জানাজায় শরিক হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন মাদারীপুর জেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান।
বিআলো/আমিনা



